Tuesday , September 16 2025

বারিতে “Structuring Research for Impact: A Program-Based Approach.” শীর্ষক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গতকাল (১৫ সেপ্টেম্বর) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে “Structuring Research for Impact: A Program-Based Approach.” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, বাংলাদেশের কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার গতি বাড়াতে হবে এবং বাস্তবসম্মত ও কার্যকর সমাধানের ওপর জোর দিতে হবে। কৃষি খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে সরকার গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে পূর্ণ সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, বিএআরআই-এর বিজ্ঞানীদের উচিত একটি উন্নত ভবিষ্যতের জন্য সময়োপযোগী এবং চাহিদাভিত্তিক গবেষণা শুরু করা। এছাড়াও দেশের স্থানীয় জাতগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য দেশীয় জাতের ফসলের স্বাদ ও গুণাগুণ বজায় রেখে জাতসমূহের ফলন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা করতে হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই-এর মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। তার উপস্থাপনায় তিনি জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব, প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় জলবায়ু-সহনশীল ফসলের জাত উদ্ভাবন, কৃষি প্রযুক্তির কার্যকর স্থানান্তর, গবেষণা ও সম্প্রসারণ সেবার মধ্যে উন্নত সমন্বয় এবং কৃষক ও ভোক্তার মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিএআরআই-এর বিভিন্ন বিভাগ/কেন্দ্র/শাখার প্রধানগণ এবং ঊর্ধ্বতন বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।

This post has already been read 21 times!

Check Also

লাভজনক ও নিরাপদ ধান চাষে তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ বরিশালে অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): লাভজনক ও নিরাপদ ধান চাষে তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ বরিশালে …