Saturday , September 13 2025

শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে – সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আউটকাম বেজড এডুকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।

দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা যেন দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং একই সঙ্গে চাকরিবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদে পরিণত হয়, এই লক্ষে টিচিং-লার্নিং এর বিভিন্ন পদ্ধতি নিয়ে নিয়মিত গবেষণা চলছে। আধুনিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) বা শিখন ফলভিত্তিক শিক্ষা আজ সারা বিশ্বের উচ্চশিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।  বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল; তাই শিক্ষা ও গবেষণার কার্যক্রমকেও অবশ্যই বৈশ্বিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান এবং ওবিই বিষয়ে মূলপ্রবন্ধ ‍উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. গোলাম মর্তুজা। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থী হিসেবে ৭৩ জন শিক্ষক ও ১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3 times!

Check Also

পবিপ্রবিতে ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের জরুরি …