Wednesday , September 10 2025

জলবায়ু অর্থায়ন নিয়ে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই কর্মশালা আজ (১০ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিংশীর্ষক এ কর্মশালার আয়োজন করে পিকেএসএফ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এতে দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে ৫৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু অর্থায়নের আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপট, এ সংক্রান্ত নীতিমালা, চ্যালেঞ্জ এবং সাংবাদিকতার মাধ্যমে তা উপস্থাপনের কার্যকর কৌশল সম্পর্কে প্রশিক্ষণ নেন।

আজকের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান মো. জাকির আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও উইং চিফ (ইউএন উইং) এ কে এম সোহেল। পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ প্রারম্ভিক বক্তব্য দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে পিকেএসএফ চেয়ারম্যান মো. জাকির আহমেদ খান বলেন, “জলবায়ু অর্থায়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা অর্জন ভবিষ্যতে জাতীয় নীতি প্রণয়ন ও জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

This post has already been read 33 times!

Check Also

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারাদেশে শব্দ ও বায়ুদূষণ …