Wednesday , September 10 2025

লাভজনক ও নিরাপদ ধান চাষে তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ বরিশালে অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): লাভজনক ও নিরাপদ ধান চাষে তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (১০ সেপ্টেম্বর) নগরীর চরবদনায় অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) খামারে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।

ব্রির  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সিমিট বাংলাদেশের কর্মকর্তা মো. শফিক ইসলাম, বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মহুয়া নন্দী, আইসিটি বিভাগের সহকারী শিক্ষক ইমদাদুল হক  প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাত আমাদের প্রধান খাদ্য। তাই ধান চাষে উৎপাদন বাড়ানো ছাড়া কোনো বিকল্প নাই। আর এজন্য দরকার কৃষিতে যান্ত্রিকীকরণ। এর মাধ্যমে উৎপাদন খরচ কমে যাবে। পাশাপাশি শ্রম ও সময় হবে সাশ্রয়। প্রশিক্ষণে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা রাইচ ট্রান্সপ্লান্টারের সাহায্যে কীভাবে ধানের চারা রোপণ করা হয় তা প্রত্যক্ষ করে। এছাড়া সীড সোয়ারে চারা উৎপাদন কৌশল সম্পর্কে তাদের হাতে-কলমে শেখানো হয়।

This post has already been read 30 times!

Check Also

রাজশাহী অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে- কৃষি সচিব

রাজশাহী সংবাদদাতা: বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ …