নিজস্ব প্রতিবেদক : জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হলেও, এত বিপুল অর্থ জোগাড় করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অথচ আইএমএফ থেকে মাত্র ১০০ থেকে ১৫০ কোটি ডলার পেতে গেলেও সরকারের ‘জান বের হয়ে যায়’।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পিকেএসএফ ভবনে জলবায়ু বিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
ড. সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও প্রায়ই ঘটে। এসব মোকাবিলায় বছরে অন্তত ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতে গেলেই প্রচণ্ড কষ্ট পোহাতে হয়। সামনে ৫ বিলিয়ন ডলারের জন্য তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে হবে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণই দুর্যোগ মোকাবিলার সামনের সারির যোদ্ধা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে অনেক বিপর্যয় সামলানো হয়। “যদি কেউ মনে করে, ঢাকা থেকে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করবে, তাহলে সেটা সম্ভব নয়। মানুষকে নিজেদের সচেতনতা ও উদ্যোগ দিয়েই এগিয়ে আসতে হবে,” মন্তব্য করেন তিনি।
অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু অর্থায়নের অর্থ বাংলাদেশ পাচ্ছে না। যেখানে বছরে প্রায় ৩ হাজার কোটি ডলারের প্রয়োজন, সেখানে সামান্য সহায়তা আসছে। ফলে দেশের অর্থনীতির জন্য এই অর্থসংস্থান বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।