আকিজ এগ্রো ফিড লিমিটেড, আকিজ রিসোর্স-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, মাত্র ৮ মাসের মধ্যে দেশের ফিড ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস গড়েছে। আগস্ট ২০২৫ মাসেই আকিজ ফিড অর্জন করেছে ১০,০০০+ মেট্রিক টন বিক্রির সাফল্য, যা বাংলাদেশের লাইভস্টক ও অ্যাকুয়াকালচার ফিড খাতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।
যাত্রা শুরু করে খুব অল্প সময়েই দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী ব্র্যান্ড হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আকিজ ফিড।
আকিজ রিসোর্স-এর শক্তিশালী নেতৃত্ব ও দিকনির্দেশনার পাশাপাশি, কোম্পানিটি কাজ করছে উন্নত ইউরোপীয় প্রযুক্তি ও প্রিমিয়াম কাঁচামাল দিয়ে। এর ফলে ব্রয়লার, লেয়ার, সোনালী/দেশি মুরগি, দুগ্ধ ও মাংস উৎপাদনকারী গবাদি পশু, এবং মাছ চাষে ধারাবাহিক পারফরম্যন্স নিশ্চিত করতে সক্ষম হচ্ছে।
-সংবাদ বিজ্ঞপ্তি