Thursday , September 4 2025

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাৎস্য বিষয়ক সম্মেলন শুরু ৫ সেপ্টেম্বর

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে ৫-৭ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ (আইসিএসএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩ দিন ব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । সম্মেলনে ১১টি সেশনে প্রায় আড়াই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ অংশগ্রহণ করবেন।

মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরী হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি দেশীয় গবেষণা এগিয়ে যাবে।

উল্লেখ্য, সম্মেলনে ইটালী, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাচঁ শতাধিক গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করবেন।

This post has already been read 33 times!

Check Also

শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) কর্তৃক লেভেল-১, সেমিস্টার-১ এর …