Wednesday , September 3 2025

এবার ব্যাংক এবং প্রশাসনিক ভবনে তালা দিলেন বাকৃবির শিক্ষার্থীরা

বাকৃবি সংবাদদাতা: দিনব্যাপী রেলপথ অবরোধের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১টার পর শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত পূবালী ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এরপর তারা নতুন প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হন। ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের হবার সুযোগ দিয়ে সেখানেও তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা বলেছিলাম আমাদের ছয় দফা দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয় লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সকল কিছুই বন্ধ। ক্যাম্পাসের অভ্যন্তরে চালু প্রতিটি ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের দাবি আদায়ের কোনো আশ্বাস এখনো পাই নি। প্রশাসন যাতে দ্রুত আমাদের দাবি মেনে নেয় এজন্য আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।

This post has already been read 27 times!

Check Also

আধুনিক ডিজিটাল সার্টিফিকেটের যুগে সিকৃবি

সিকৃবি সংবাদদাতা: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রির প্রভিশনাল সার্টিফিকেটসমূহ ক্যালিওগ্রাফি …