Monday , September 1 2025

একইদিনে দুইবার ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরোধিতা করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে অবরোধ কর্মসূচি পালন করছেন। একইদিনে দুইবার দুটি ট্রেন অবরোধ করলেন শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পরে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। পরে যাত্রী দুর্ভোগ ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন তারা। তবে রেললাইনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান তারা।

পরবর্তীতে এরপর দুপুর ১ টার দিকে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। ট্রেনটি অবরুদ্ধ করে ট্রেনের সামনে থেকে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে ও কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত ৩ দফা দাবির বাস্তবায়নে পূর্বঘোষিত ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছি। ডিপ্লোমাধারীরা শুধু অযৌক্তিক দাবি জানাচ্ছে না বরং কৃষিবিদ নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কটু মন্তব্য করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

কৃষিবিদদের তিন দফা দাবি হলো:

১. ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি, কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

This post has already been read 155 times!

Check Also

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

সাদাফ মেহেদী (পবিপ্রবি) : ‎জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের …