বিশেষ সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, “প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল ও পদোন্নতিসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ অধিদপ্তরকে আরও গতিশীল করা হবে।”
সভাপতির বক্তব্যে মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “প্রাণিসম্পদ অধিদপ্তরের অনেক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে, যা যথাযথভাবে প্রচার পাচ্ছে না। এসব অর্জন মাঠপর্যায়ে ব্যাপকভাবে পৌঁছাতে পারলে দেশের অর্থনীতি ও উন্নয়নে আরও বড় ভূমিকা রাখা সম্ভব হবে।”
অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সচিবের নেতৃত্বে প্রাণিসম্পদ খাতের সমস্যাগুলো সমাধান হবে এবং খাতটির উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।