নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৬ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে সাপ্তাহিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত কনফারেন্স এ সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মো. জামিউল ইসলাম, উদ্যানতত্ববিদ, রাজালাখ,সাভার, সাবরিনা আফরোজ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চল, জগদীশ চন্দ্র রায়,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ধামরাই, ধামরাই উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ধামরাই উপজেলার সকল ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। কনফারেন্সে নার্সারিতে বিভিন্ন চারা উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করেন মো. জামিউল ইসলাম। কৃষি তথ্য সার্ভিস এর বিভিন্ন কার্যক্রম যেমন অনলাইনে কৃষিকথা সাবস্ক্রিপশন, স্মার্ট নিউজ ক্লিপিংস, এআইএস টিউব ইত্যাদি নিয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন সাবরিনা আফরোজ। এসময় কৃষি তথ্য সার্ভিস কর্তৃক প্রকাশিত বিভিন্ন লিফলেট ফোন্ডার উপস্থিত কর্মকর্তাদের মাঝে বিতরন করা হয়। ধামরাই উপজেলা থেকে ৬০০ জন গ্রাহকের অর্থ উপজেলা কৃষি কর্মকর্তা আঞ্চলিক কৃষি তথ্য অফিস,ঢাকাকে প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন ফসলের সার্বিক অগ্রগতি, সার ব্যবস্থাপনা ও অন্যান্য দাপ্তরিক বিষয়ে আলোচনা করা হয়।
কনফারেন্স শেষে সন্ধ্যায় ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়নের ফরিংগাবাজারে কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, ঢাকা এর আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় সিনেমা শো প্রদর্শন হয়।