Tuesday , August 26 2025

বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ আগস্ট) শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএইর উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

অতিরিক্ত উপপরিচালক (শস্য) অনিমেষ বালার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ইকবাল হোসেন এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সিএম রেজাউল করিম, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, বরগুনা সদরের উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, আামতলীর উপজেলা কৃষি অফিসার মো. রাসেল, বামনার উপজেলা কৃষি অফিসার মোসা. ফারজানা তাসমিন,  তালতলীর উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। সভায় ডিএই, কৃষি তথ্য সার্ভিস এবং হর্টিকালচার সেন্টারের ১৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় ফসলি জমির জলাবদ্ধতা নিরসণ, পতিত জায়গা চাষে আওতায় আনা,  উচ্চফলনশীল বীজ ব্যবহারসহ চলতি আমন মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সভাপতি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এছাড়া নির্দিষ্ট মূল্যে সার বিক্রয় নিশ্চিতকরণে ডিলারদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে মনিটরিং বাড়ানো এবং সারের নমুনা পরীক্ষার মাধ্যমে বিশুদ্ধতা যাচাই করার জন্য উপজেলা কৃষি অফিসারদের প্রতি নির্দেশনা দেন। তিনি উপজেলা পর্যায়ে মাসিক কৃষিকথা পত্রিকার গ্রাহক বাড়ানোর তাগিদ দেন।

This post has already been read 36 times!

Check Also

আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আগামীর বাংলাদেশ গঠনে নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও …