পাবনা সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঁদপুর গ্রামে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের পিএসও এবং বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমিন, কৃষিতত্ব বিভাগের পিএসও এবং বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাড়াশের কর্মকর্তাবৃন্দ এবং চাঁদপুর গ্রামের কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত আউশ ধানের জাতগুলো খরা সহিষ্ণু, চাল সরু ও লম্বা এবং তুলনামুলক ভাবে অনেক কম সময়ে ফলন পাওয়া যায়। গাছ খাটো ও খাড়া বিধায় হেলে পড়ে না। চাল সাদা রঙের, লম্বা ও চিকন। চালে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৪.৯ ভাগ। রান্নার পরে ভাত ঝড়ঝড়া হয় ও খেতে সুস্বাদু। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদী আয়োজিত মাঠ দিবসে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-১৯, বিনাধান-২১ এবং ব্রি ধান-৯৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।