পাবনা সংবাদদাতা: পাবনা ফরিদপুর উপজেলার অবৈধ চায়না দোয়ারী জাল কারখানা ব্যাঙের ছাতার মতো বেড়েই চলেছে প্রশাসনের ধারাবাহিক অভিযান থাকলেও অতি গোপনে এসব কারখানা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১০ আগস্ট), বিকেল ৪.৩০ এ ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি সানাউল মোর্শেদ এর নেতৃত্বে সোনাহারা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি কারখানা থেকে প্রায় ২৭ বস্তা অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।
অভিযান চলাকালে সোহেন খান (৪৫) নামে একজন অবৈধ চায়না দুয়ারী জাল মজুদদারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সানাউল মোর্শেদ সাংবাদিক দের জানান, অবৈধ চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদ ধ্বংস করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ এর একটি চৌকস এ সময় উপস্থিত ছিলেন।