নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA)-এর আয়োজনে এবং নাভানা ফার্মার পৃষ্ঠপোষকতায় আজ শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে “Pet Health and Disease Diagnosis” শীর্ষক এক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মনোরম, সজীব ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ভেটেরিনারি শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী এবং সংশ্লিষ্ট খাতের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. সফিউল আহাদ সরদার, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ড. মো. জামাল উদ্দিন এবং নাভানা ফার্মার সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ড. নপুর ধর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন BASAVA’র ভারপ্রাপ্ত সভাপতি ড. সাগীর উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। দোয়া ও কুরআন তেলাওয়াত করেন ড. আশরাফুল আলম। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন BASAVA’র দপ্তর সম্পাদক ড. মো. জাফরুল হাসান শুভ।
বক্তারা পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা উন্নয়ন, রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ভেটেরিনারি চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, সময়োপযোগী ও সঠিক রোগ নির্ণয় শুধু প্রাণীর সুস্থতার জন্য নয়, বরং জনস্বাস্থ্য সুরক্ষার জন্যও অপরিহার্য। এজন্য ভেটেরিনারি চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তি-ভিত্তিক চিকিৎসা পদ্ধতির চর্চা বাড়ানো জরুরি।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “পোষা প্রাণীর চিকিৎসায় সঠিক রোগ নির্ণয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করলে চিকিৎসা কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করা সম্ভব।” বিশেষ অতিথি ড. সিফউল আহাদ সরদার ভেটেরিনারি পেশাজীবীদের নৈতিক দায়িত্ব, আন্তরিকতা এবং প্রাণীর প্রতি সহমর্মিতা বজায় রাখার ওপর জোর দেন।
কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ড. মো. জামাল উদ্দিন পোষা প্রাণীর জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন। নাভানা ফার্মার সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ড. নপুর ধর ভেটেরিনারি চিকিৎসা ক্ষেত্রে তাদের কর্পোরেট সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সেমিনার জুড়ে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি, অভিজ্ঞতা বিনিময় ও মুক্ত আলোচনা পোষা প্রাণী চিকিৎসা খাতে নতুন দিকনির্দেশনা দেয়। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ভেটেরিনারি পেশাজীবীরা সর্বশেষ জ্ঞান, গবেষণা এবং প্রযুক্তির সঙ্গে সবসময় হালনাগাদ থাকতে পারেন।