Thursday , August 7 2025

ফরিদপুরে নকল দুধ কারখানায় অভিযান: ২ জনের কারাদণ্ড, ২০ মণ দুধ ধ্বংস

আব্দুল কাইউম (পাবনা) : পাবনার ফরিদপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল দুধ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ এর নেতৃত্বে গোপালনগর গ্রামে ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে শফির মালিকানাধীন একটি দুধ কারখানায় নকল দুধ তৈরির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে কারখানায় উৎপাদিত আনুমানিক ২০ মণ নকল দুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রসিকিউটর ডা. মো. আলহাজ উদ্দিন এবং ফরিদপুর থানার একটি চৌকস পুলিশ দল অভিযানটিতে সহযোগিতা করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ বলেন, “এসব নকল দুধ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। দুধ শিশুদের জন্য আদর্শ খাদ্য, তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, অভিযুক্ত ওই কারখানায় অতীতেও দু’বার অভিযান চালিয়ে মোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।

This post has already been read 33 times!

Check Also

বরিশালে শুরু হলো বৃক্ষমেলা ২০২৫

নাহিদ বিন রফিক (বরিশাল): পরিকল্পিত বনায়ন করি, নতুন বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার (৩১ …