Thursday , August 7 2025

সিকৃবি ও আইডিই-এর অংশীদারিত্বে জলবায়ু-স্মার্ট মডেল গ্রাম গড়ার উদ্যোগ

সিকৃবি সংবাদদাতা : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ-এর মধ্যে আজ বুধবার (৬ আগস্ট) এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে যৌথ অংশীদারিত্বের সূচনা করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স হলে এক সূচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল পুষ্টি-সংবেদনশীল কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি এবং জলবায়ু-স্মার্ট মডেল গ্রাম গড়ে তোলার প্রতিশ্রুতি। এই উদ্যোগের মাধ্যমে পুনর্জননশীল কৃষি, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির উপাদানসমূহকে একত্রিত করে একটি টেকসই গ্রামীণ উন্নয়ন মডেল গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বহিরাঙ্গন পরিচালক প্রফেসর ড. মো. মাসুদুর রহমান এবং কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিতালী দাস।

আইডিই বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রধান মোহাম্মদ আফজাল হোসেন চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম, টেকনিক্যাল স্পেশালিস্ট আফসানা ইসলাম আশা, শাইমা আরজুমান শাহিন ও আশরাফুল আলম এবং ফিল্ড টিম লিডার শাহ মামুনুল আহাদ।

সভায় উভয় পক্ষ সম্ভাব্য যৌথ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, এই অংশীদারিত্ব এক নতুন দিগন্তের সূচনা করবে, যেখানে একাডেমিক গবেষণা এবং মাঠপর্যায়ের উন্নয়নমূলক কার্যক্রম একত্রিত হয়ে টেকসই কৃষি ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতার ফলে সিকৃবির শিক্ষার্থীদের জন্য তৈরি হবে যৌথ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ, কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ প্রোগ্রাম, প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের সুযোগ। এছাড়া কৃষি যন্ত্রপাতি, বাজারব্যবস্থা ও পুনর্জননশীল কৃষি কৌশল উন্নয়ন, গবেষণালব্ধ ফলাফল প্রচার ও সম্মিলিত প্রকাশনা এবং পিএইচডি ও উচ্চতর গবেষণায় সহযোগিতার ক্ষেত্রেও উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সমঝোতা স্মারক দেশের কৃষি খাত ও গ্রামীণ জীবনের টেকসই উন্নয়নে একটি কার্যকর মাইলফলক হিসেবে কাজ করবে।

This post has already been read 60 times!

Check Also

বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি, লালন ও বিতরণ করতে হবে- সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, কৃষিবিদদের প্রধান …