Wednesday , August 6 2025

৫ম ইনফোফিস আন্তর্জাতিক তেলাপিয়া কনফারেন্স : বৈশ্বিক চাষ ব্যবস্থার আধুনিকায়নে আন্তর্জাতিক সম্মেলন

বিশেষ সংবাদদাতা:  তেলাপিয়া খাতের বৈশ্বিক উন্নয়ন, প্রযুক্তি ও বাজার সম্প্রসারণে প্রথমবারের মতো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত হতে যাচ্ছে ৫ম ইনফোফিস আন্তর্জাতিক তেলাপিয়া কনফারেন্স (TILAPIA 2025)। মালয়েশিয়া-ভিত্তিক ইনফোফিসের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হবে ১৩তম আন্তর্জাতিক তেলাপিয়া অ্যাকোয়াকালচার সিম্পোজিয়াম (ISTA13)। আগামী ৩ থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী চলবে এই সম্মেলন, যার মাধ্যমে তেলাপিয়া চাষে উদ্ভাবন, সমন্বয় ও লাভজনকতা অর্জনের লক্ষ্যে নতুন যুগের দিকনির্দেশনা দেওয়া হবে।

‘Innovation, Integration and Profitability in Tilapia Aquaculture: Modernisation for a New Era’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিতব্য সম্মেলনে বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে তেলাপিয়া শিল্পের উন্নয়নের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সমাধান তুলে ধরা হবে। আয়োজনে সহ-আয়োজক হিসেবে থাকছে থাইল্যান্ডের মৎস্য অধিপ্তর, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, ইউএস সয়বিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC) এবং কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর Globefish।

এছাড়াও সম্মেলন আয়োজনে সমর্থন দিচ্ছে থাইল্যান্ড তেলাপিয়া অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক তেলাপিয়া ফাউন্ডেশন, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT), অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল রিসার্চ (ACIAR), নেটওয়ার্ক অব অ্যাকোয়াকালচার সেন্টার ইন এশিয়া-প্যাসিফিক (NACA), চীনের CAPPMA, ইউনিভার্সিটি অব স্টারলিং (স্কটল্যান্ড) এবং ভিয়েতনামের VASEP। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে The FishSite, Aquafeed.com এবং Aquaculture Asia Pacific Magazine।

আয়োজক সংস্থা জানিয়েছে, সম্মেলনে ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে অন্তত তিন শতাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন। এতে থাকবেন বিজ্ঞানী, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তেলাপিয়া খামারি, হ্যাচারি মালিক, ফিড মিলার, সিফুড প্রসেসর, আমদানি-রপ্তানিকারক, সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী এবং সার্টিফিকেশন সংস্থার প্রতিনিধিরা।

তিন দিনব্যাপী এই সম্মেলনে আলোচিত হবে—বৈশ্বিক ও আঞ্চলিক তেলাপিয়া উৎপাদনের বর্তমান পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনায় সমন্বয়, পরিবেশবান্ধব ও বিকল্প খাদ্য উপাদানে ফিড উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত রোগবালাই ব্যবস্থাপনা, SPF তেলাপিয়া পোনা উৎপাদন, আধুনিক নিবিড় ও উল্লম্ব চাষ পদ্ধতি, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন প্রক্রিয়া এবং টেকসই বিনিয়োগ কাঠামো গঠনের মতো বিষয়। সম্মেলনের নয়টির অধিক কারিগরি সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন ৪০ জনেরও বেশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ।

এবারের সম্মেলনে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে তেলাপিয়া খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা। এ লক্ষ্যে সম্মেলন চলাকালেই গঠিত হবে ‘আঞ্চলিক তেলাপিয়া ফোরাম’, যা ভবিষ্যতে নীতিগত পরিকল্পনা ও প্রযুক্তি আদান-প্রদানের ক্ষেত্রে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি তেলাপিয়া বিষয়ক ইতিবাচক প্রচারণাকে মূলধারার গণমাধ্যমে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে থাকবে বিশেষ আলোচনাসভা ও সাংবাদিক ওরিয়েন্টেশন।

খামারি, হ্যাচারি মালিক, ফিড-মিলার, ঔষধ ও খাদ্য উপাদান সরবরাহকারী, প্রক্রিয়াজাতকারী ও প্রযুক্তি-ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের পণ্য ও সেবা প্রদর্শনের জন্য থাকবে বিশেষ প্রদর্শনী বুথ। পাশাপাশি থাকবে পোস্টার প্রদর্শনী, যেখানে অংশগ্রহণকারী গবেষকেরা তাঁদের গবেষণা ও প্রকল্প উপস্থাপন করবেন। সম্মেলনের আরও একটি ব্যতিক্রমী আয়োজন হলো—‘মিট দ্য অথরস’ ও ‘বুক সাইনিং’ সেশন, যেখানে খ্যাতনামা লেখক ও গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গ্রন্থ উপহার বিনিময়ের সুযোগ মিলবে।

তেলাপিয়া গবেষণায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মেলনের সমাপনী দিনে প্রদান করা হবে ‘আজীবন সম্মাননা’। সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা জানতে পারবেন কীভাবে আন্তর্জাতিক সার্টিফিকেশন পদ্ধতি অনুসরণ করে তেলাপিয়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করা যায় এবং কীভাবে অংশীদারিত্বের মাধ্যমে সফল ও টেকসই খামার ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।

বিশ্ব খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ভাবন, প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনার একত্রে প্রয়োগের মাধ্যমে তেলাপিয়া খাতকে একটি টেকসই ও লাভজনক শিল্পে রূপান্তর করাই ‘তেলাপিয়া-২০২৫’ এর মূল লক্ষ্য। আয়োজকপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং সীমিত সংখ্যক আসনের কারণে আগ্রহী অংশগ্রহণকারীদের অগ্রিম রেজিস্ট্রেশনের অনুরোধ জানানো হয়েছে।

স্পন্সরশিপ, প্রদর্শনী বুথ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন আয়োজকের অফিসিয়াল ওয়েবসাইট:  https://tilapia.infofish.org

This post has already been read 75 times!

Check Also

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনায় মর্মান্তিক …