Sunday , August 3 2025

নাটোরে ‘জুলাইয়ের মায়েরা’ অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

মোছা. সুমনা আক্তারী (রাজশাহী)  : জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের মায়েদের সম্মানে নাটোরে আয়োজন করা হয়েছে বিশেষ অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গত ২ আগস্ট ২০২৫ শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

সমাবেশে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এ অভিভাবক সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মায়েদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সমাবেশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ডকুমেন্টারি সিরিজ ‘July Mothers: Their Eyes Remember’-এর প্রথম প্রামাণ্যচিত্র ‘Will You Ever Sleep, Ma?’ (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, না?) প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, “জুলাইয়ের শহীদরা জাতির জন্য যে আত্মত্যাগ করেছেন তা ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। জাতি তাদের কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানায়।”
তারা আরও বলেন, “শহীদ পরিবারের মায়েদের মানসিক স্বস্তি ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, শহীদ মেহেদী হাসান রবিনের মা রুবি খাতুন এবং জুলাই যোদ্ধা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

This post has already been read 27 times!

Check Also

তরুণ বিসিএস কৃষি কর্মকর্তাদের উদ্যোগে ‘এগ্রি ফ্রন্টিয়ার্স ২০২৫’ সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ততা ও চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা নিয়ে …