বিশেষ সংবাদদাতা: দেশের বিভিন্ন জেলায় খামারি ও পল্লী চিকিৎসকদের নিয়ে একাধিক সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করেছে আমান ফিড। কোম্পানির বিপণন কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এসব সেমিনারে সংশ্লিষ্ট জেলার খামারি, ডিলার, পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আমান ফিডের বিক্রয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় পর্যায়ের ঊধ্বর্তন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সেমিনারে আমান ফিডের প্রতিটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গুণগতমান, বাজারজাতকরণ পদ্ধতি এবং ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় পুষ্টিমানসমৃদ্ধ ফিড ব্যবহারে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা উন্নয়ন ও খামারের আর্থিক লাভজনকতা—এই তিনটি মূল বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।
পল্লী চিকিৎসক বৈঠকে প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং পেশাগত জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়। অংশগ্রহণকারী চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আমান ফিডের পণ্যের কার্যকারিতা ও মাঠপর্যায়ের বাস্তব ফলাফল নিয়েও মতামত প্রদান করেন।
অনুষ্ঠান শেষে আমান ফিড ও সংশ্লিষ্ট জেলার ডিলারদের পক্ষ থেকে অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় উপহারসামগ্রীও।
উল্লেখ্য, আমান ফিড দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে মানসম্মত পুষ্টিপণ্য সরবরাহ করে আসছে। এই সেমিনার ও মতবিনিময় সভাগুলো তাদের মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।