সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, কৃষিবিদদের প্রধান লক্ষ হল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করা। তিনি বলেন, ধান, গম, ভূট্টা মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনসহ বিভিন্ন প্রকারের প্রোটিন, ভিটামিন ও মিনারেল সম্মৃদ্ধ খাদ্যের নিরাপদ উৎপাদন ও সুষম খাদ্য ব্যবস্থাপনা না থাকলে জাতির উন্নতি অসম্ভব। সুতরাং, আমাদের সকলকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যেন আমরা সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম এবং ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের “অনুষদীয় ওরিয়েন্টেশন-২০২৫” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া এবং কৃষি অনুষদের ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোজাম্মেল হক।
অনুষ্ঠান সমূহে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, আজকের এই অনুষদীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার পর থেকেই কৃষি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে সারা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি সুদৃঢ় অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। একাডেমিক পরিবেশে আমাদের উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং সেই জ্ঞান সৃষ্টি, লালন এবং সঠিকভাবে বিতরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের মূল্যবোধ তৈরি করা। । আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণা, শিক্ষাদান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে আমরা দেশে ও দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে সক্ষম হব।
তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম এবং ধৈর্য আমাদের জীবনের মূল ভিত্তি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু শিক্ষা নয়, উন্নত মানসিকতা, সমাজসেবা, এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমি আশা করি নবীন শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের শিক্ষা জীবনের প্রতিটি দিন সঠিকভাবে কাজে লাগিয়ে, নিজেদের এবং দেশের জন্য বিশেষ অবদান রাখবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান সমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদীয় ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন ও জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।