Monday , September 15 2025

আগস্টে শুরু হচ্ছে বাকৃবির নবীনদের ক্লাস

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট।

এ তথ্য মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহম্মদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামী ৯ আগস্ট সকাল ১১টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এরপর ১০ আগস্ট অনুষদভিত্তিক ও হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে ১১ আগস্ট থেকে।

This post has already been read 932 times!

Check Also

শুধু খাদ্যের উৎপাদন বৃদ্ধি নয়, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে হবে – সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, খাদ্য …