সিকৃবি সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই ৩৬ বুক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপিত ‘জুলাই ৩৬ বুক কর্নার’ থেকে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রেক্ষাপট ও ছাত্র-জনতার আত্মত্যাগ সম্পর্কিত তথ্যাবলি জানতে পারবে, যা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধির বিস্তৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি একটি চেতনার প্রতীক, একটি আন্দোলনের স্মারক, একটি প্রজন্মের আত্মত্যাগের অনুপ্রেরণা।
২৯ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। ইতিহাস সাক্ষ্য দেয় অন্যায়, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা তাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বারবার বিজয় অর্জন করেছে। সেই সংগ্রামী চেতনা আমাদের আজও প্রেরণা দেয়। আমার দৃঢ় বিশ্বাস, ‘জুলাই ৩৬ বুক কর্নার’ তারই একটি স্থায়ী নিদর্শন হয়ে থাকবে। এই কর্নার শুধু একটি পাঠাগারিক স্থান নয়, এটি হবে আমাদের ঐতিহাসিক চেতনা চর্চার কেন্দ্রবিন্দু।
এসময় তিনি বলেন, আমাদেরকে ৭১ এর চেতনা ধারন করার পাশাপাশি জুলাই ২৪ এর অভ্যুত্থানকে লালন করতে হবে।
২০২৪ এর গণঅভ্যুত্থানে ২০০০ এর অধিক ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন এবং ১৪০০ এর বেশি মানুষ আহত হন। ২০২৪ সালে যেভাবে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে জাতির সর্বস্তরে ঐক্য গড়ে উঠেছিল, এই কর্নার উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই ঐক্যের ধারাবাহিকতা রক্ষা করতে পারবো এবং একটি মননশীল, দায়িত্বশীল সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবো। জুলাই-আগস্টে যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি হয়েছে, তা শুধু স্মৃতির পাতায় নয়, গবেষণার আলোয় আলোকিত হয়ে বর্তমান, ভবিষ্যৎ ও অনাগত প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ইতিহাসে পরিণত হবে। ‘জুলাই ৩৬ বুক কর্নার’ সে লক্ষেই আমাদের এক বিনম্র প্রয়াস।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিতি ছিলেন। উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অতিথিরা “জুলাই ৩৬ বুক কর্ণার” ঘুরে দেখেন।