Wednesday , July 30 2025

বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণে মাদারিপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের সহযোগিতায়। ফরিদপুর অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অর্ন্তভুক্তিকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯জুলাই) হর্টিকালচার সেন্টার মাদারিপুরে অনুষ্ঠিত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক, ড. মোহম্মদ আশিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – বিনা ময়মনসিংহ এর  প্রধান বৈজ্ঞানিক  কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন; বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ; ডিএই, গোপালগঞ্জের উপপরিচালক, আ. কাদের সরদার; ডিএই রাজবাড়ীর উপপরিচালক, ড. মো. শহিদুল ইসলাম; ডিএই শরিয়তপুরের উপপরিচালক, মোস্তফা কামাল হোসেন; ডিএই ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; ডিএই মাদারিপুরের উপপরিচালক, ড. সন্তোষ চন্দ্র চন্দ।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন- বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের  পরিচালক, ড. মো. মাহবুবুল আলম তরফদার। ফরিদপুর অঞ্চলের উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহ বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনায় প্রবন্ধ উপস্থাপনা করেন ডিএই ফরিদপুরের, অতিরিক্ত উপপরিচালক (শস্য), মো. রইচ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- কৃষকের উন্নয়ন মানে কৃষির উন্নয়ন। ইতোমধ্যে ২২টি ফসলের ১৩৫টি জাত উদ্ভাবন হয়েছে। বিনা এর বীজ উৎপাদন বাড়ানোর জন্য বিএডিসিকে এগিয়ে আসতে হবে এবং উক্ত জাতের বীজ সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণের মাধ্যমে কৃষককের দ্বারগোড়ায় পৌঁছে যাবে। পাশাপাশি কৃষকরা হবেন লাভবান।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা, কৃষক ও বীজ ডিলারসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

This post has already been read 157 times!

Check Also

বরিশালে বিনার জাত নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনার জাত নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ …