Tuesday , July 29 2025

কম্বাইন্ড ডিগ্রির পক্ষে জোরালো অবস্থান জানিয়েছে ‘দি ভেট এক্সিকিউটিভ’

নিজস্ব প্রতিবেদক: ভেটেরিনারি ও অ্যানিম্যাল হাসব্যান্ড্রি শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনার লক্ষ্যে ‘কম্বাইন্ড ডিগ্রি’ বাস্তবায়নের পক্ষে জোরালো অবস্থান জানিয়েছে পেশাজীবী সংগঠন ‘দি ভেট এক্সিকিউটিভ’। সংগঠনটি মনে করে, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং প্রান্তিক খামারিদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে একীভূত ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি।

আজ সোমবার (২৮ জুলাই) সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে মহাসচিব ডা. মোহাম্মদ আল আমিন এবং সভাপতি ডা. মো. রেজাউল করিম মিয়া বলেন, “সুস্থ, মেধাবী ও মনণশীল জাতি গঠনে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্য অর্জনে আধুনিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তারা আরও বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রমকে আরও কার্যকর করতে হলে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নের কোনো বিকল্প নেই, আর এই কাঠামোয় দক্ষ জনশক্তি তৈরির জন্য যুগোপযোগী ও একীভূত শিক্ষা ব্যবস্থা অপরিহার্য।

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও কম্বাইন্ড ডিগ্রি চালুর বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে, যা এই উদ্যোগ বাস্তবায়নের পথে একটি ইতিবাচক অগ্রগতি।

This post has already been read 307 times!

Check Also

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৯১-৯২ ব্যাচের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাউ), ময়মনসিংহ-এর ১৯৯১-৯২ ব্যাচের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। …