নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনার জাত নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (২৭ জুলাই) দুপুরে জেলার রহমতপুরের বিনার হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন।
বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ আল নূর তুষার প্রমুখ।
প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত অঞ্চল উপযোগী জাত পরিচিতি ও চাষাবাদ কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বরিশাল, পটুয়াখালী এবং পিরোজপুর জেলার ৩০ জন উপজেলা কৃষি অফিসার এবং অতিরিক্ত কৃষি অফিসার অংশগ্রহণ করেন।