ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা রবিবার (২৭ জুলাই) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক, কৃষিবিদ মো. শাহাদুজ্জামান,
সভার শুরুতেই উপজেলা ভিত্তিক এজেন্ডা উপস্থাপনা করা হয়। ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক স্যারের নির্দেশ মোতাবেক প্রত্যেক উপজেলাতে আমন মৌসুমের জন্য আর্দশ বীজতলা করা হয়েছে। এখন পর্যন্ত ফরিদপুরে ৫০% পাট কর্তন করা হয়েছে। উপজেলা ভিত্তিক কৃষক পর্যায়ে বিঘা প্রতি পাটের ফলনের প্রতিবেদন জমা প্রদান। ভেজাল সার শনাক্ত করার জন্য দ্রুত নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়ে ৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদান। বেশি দামে সার বিক্রি না করতে পারে বাজার মনিটরিং জোরদার করতে হবে। সারের উৎপাদন খরচ এবং বিক্রয় কত টাকা এই বিষয়ে কৃষক থেকে শুরু করে অফিসার, সাংবাদিক সবাইকে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণের মাধ্যমে অবহিত করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক, (উদ্যান), মো. রকিবুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক পিপি), আবুল হোসেন মিয়া; অতিরিক্ত উপপরিচালক (শস্য), মো. রইচ উদ্দিন।
সভায় ফরিদপুর জেলার উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার, কৃষি তথ্য সার্ভিসের অফিসারসহ ২০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।