Friday , July 25 2025

জয়পুরহাটে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, জয়পুরহাট এর আয়োজনে জুলাই-২০২৫ মাসের বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট এর উপপরিচালক কৃষিবিদ মোছা. রাহেলা পারভীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তার ও কার্যক্রম বাস্তবায়নে সকল প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধন, কৃষক র্পযায়ে রাসায়নকি সারের অতিরিক্তি ব্যবহার কমানো, সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং, নার্সারি রেজিস্ট্রেশন, পার্টনার প্রকল্পরে কার্যক্রম আলোচনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তররে জমিজমার খাজনা খারিজ হালনাগাদ করা, রোপা আমন বীজতলা, ব্লক র্পযায়ে উপসহকারী কৃষি র্কমর্কতা যেসব সেবা প্রদান করেন তা গুগল শীটের মাধ্যমে উপজেলায় তথ্য প্রেরণ, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি, চলতি আমন মৌসুমসহ ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় পার্চিং এর পরামর্শ প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এসসিএ, বিএডিসি, বিএমডিএ, কৃষি বিপনন অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস,পাবনাসহ ২৫ জন উপস্থিত ছিলেন।

This post has already been read 51 times!

Check Also

পাবনায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মো. গোলাম আরিফ (পাবনা) : খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কৃষি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাবনায় জেলা কৃষি …