নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ জুলাই) শহরের খামারবাড়িতে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএইর উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ইকবাল হোসেন এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সিএম রেজাউল করিম, বরগুনা সদরের উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বেতাগীর উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন, বামনার উপজেলা কৃষি অফিসার মোসা. ফারজানা তাসমিন, আমতলীর উপজেলা কৃষি অফিসার মো. রাসেল, তালতলীর উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস প্রমুখ। সভায় ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় চলতি আমন মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আর তা বাস্তবায়নে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।