Wednesday , July 16 2025

ফসফরাস মানচিত্রায়নে গাজীপুরে ব্রি’র কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: আজ মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘স্পেইশ্ল্ ডিস্ট্রিবিউশ্ন্ এন্ড ম্যাপিং অফ টোটাল এভেইলব্ল ফস্ফরাস ইন লং-টার্ম ফস্ফেট ফার্টিলাইজ্ড সয়েল্স অফ বাংলাদেশ’’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

কর্মশালায় সম্মানীত অতিথি ছিলেন ড. রবি নাইদু (Dr. Ravi Naidu), ডিস্টিঙ্গুইশ্ড লরিয়েট প্রফেসর এন্ড ম্যানিজিং ডাইরেক্টর, সিআরসি ফর কনটামিনেশন এসেসমেন্ট এন্ড রেমিডিয়েশন অফ দ্যা এনভাইরনমেন্ট (সিআরসি কেয়ার), অস্ট্রেলিয়া। স্বাগত বক্তব্য এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং কো-অপারেটিভ রিসার্চ সেন্টার ফর কনটামিনেশন এসেসমেন্ট এন্ড রেমিডিয়েশন অফ দ্যা এনভাইরনমেন্ট (সিআরসি কেয়ার), ইউনিভার্সিটি অফ নিউক্যাসেল, অস্ট্রেলিয়া।

This post has already been read 30 times!

Check Also

পটুয়াখালীতে কেনাফ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : পটুয়াখালীর কলাপাড়ায় কেনাফ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৮ …