Monday , July 14 2025

জমি (স্থাপনা সহ) ক্রয়ের আইনগত বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের মোয়াক্কেল এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড, প্রধান কার্যালয়ঃ কাদেরিয়া টাওয়ার (৮ম ও ১০ম তলা), জ-২৮/৮/বি, মহাখালী বা/এ, ঢাকা ১২১২, নিম্ন তফসীল বর্ণিত প্রস্তাবিত জমি (স্থাপনা সহ) ক্রয়ের জন্য রাশিক জিপি হ্যাচারী লিমিটেড, প্রধান কার্যালয়ঃ সিটি সেন্টার, লেভেল-১৬, ৯০/১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

নিন্ম তফসিল বর্ণিত জমির (স্থাপনা সহ) কাগজপত্র যাচাই বাছাই (Due Diligence) বর্তমানে প্রক্রিয়াধীন।

নিম্ন তফসিল বর্ণিত জমি (স্থাপনা সহ) উপর কোন শরিক/অংশীদার, ব্যাংক বা কোন ঋণপ্রদানকারী সংস্থাসহ অন্য কারোর বিক্রয়, পাওয়ার অফ অ্যাটর্নি, উত্তরাধিকার, উইল, বিনিময়, হেবা, দখল, ট্রাস্ট, বন্ধক, ইজারা, লিয়েন, চার্জ, লিস পেন্ডেন্সি (lis pendency),  প্রি-এম্পশন (pre-emption) সহ অন্যান্য যেকোন প্রকার দাবি বা আপত্তি থাকলে এই নোটিশ প্রকাশিত হবার তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় উপযুক্ত প্রমান সহ লিখিতভাবে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায় নিম্ন তফসিল বর্ণিত জমির (স্থাপনা সহ) উপর  কারো কোন প্রকার দাবি নেই বলে গণ্য হবে।

তফসিল
জমির পরিমানঃ ১২৭.৭৭ শতক
মৌজাঃ দেউলী;    থানাঃ দামুরহুদা;       জেলাঃ চুয়াডাঙ্গা;                জে,এল নং-৬১

বিক্রেতার নাম আর এস খতিয়ান নং আর এস দাগ নং জমির পরিমান
রাশিক জিপি হ্যাচারী লিমিটেড

 

১০৮ ২৩৮ ৬.৭৮
১১২ ২৩৯ ৫.৫১
২৪৬ ২৪১ ৩০.৯৯
১০৮ ২৪২ ৮৩
১২১ ২৪০ ১.৪৯
মোট জমির পরিমান ১২৭.৭৭    

তফসিল

জমির পরিমানঃ ৮৫২.৪৪ শতক  
মৌজাঃ ভীমরুল্লা;    থানাঃ চুয়াডাঙ্গা;       জেলাঃ চুয়াডাঙ্গা;             জে,এল নং-০৫

বিক্রেতার নাম আর এস খতিয়ান নং আর এস দাগ নং জমির পরিমান (শতক)
1। রাশিক জিপি হ্যাচারী লিমিটেড

 

২। সৈয়দ আসাদুজ্জামান আসাদ

 

৩। রাফিদ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড

২৫৩ ৩২৪ ১৯.১০
২৫৩ ৩২৫ ৪৩.০০
২৪৬ ৩২৬ ৩৫.০০
২১০ ৩২৭ ২০.০০
২৫৯ ৩৩৩ ১৬.৩০
২৪৬ ৩৩৪ ৫৬.০৪
২৫৯ ৩৩৬ ৪২.৬৮
২৪৬ ৩৩৭ ৯৭.০০
১১৮ ৩৩৯ ৬৭.৪০
২৭৫ ৩৪০ ১৭.০০
২৭৫ ৩৪১ ৩৩.০০
২৫৯ ৩৪২ ৩৩.০০
১২৩ ৩৪৩ ৩৩.৭৫
২৬০ ৩৪৪ ৩০.০০
২৭১ ৩৪৫ ৪৫.১৩
৯৩ ৩৪৭ ৬২.০১
২০৩ ৩৪৮ ৬.১০
১৩০ ৩৭৫ ২১.৫০
১২৭ ৩৮৫ ২৮.৭৬
২৫৯ ৩৮৬ ২১.০০
১৫ ৩৯০ ৬৮.১৭
১৫ ৩৯১ ৫৬.৫০
ভীমরুল্লা মৌজায় জমির পরিমান ৮৫২.৪৪

তফসিল

জমির পরিমানঃ ৭০৮.৮৫ শতক
মৌজাঃ দুধপাতিলা;    থানাঃ দামুরহুদা;       জেলাঃ চুয়াডাঙ্গা;          জে,এল নং-৭৪

বিক্রেতার নাম আর এস খতিয়ান নং আর এস দাগ নং জমির পরিমান (শতক)
রাশিক জিপি হ্যাচারী লিমিটেড ২৩০ ৯৩৫ ২০.৬০
২৩৯ ৯৩৬ ২২.০০
২৩৯ ্ ২৩০ ৯৩৭ ৪৯.০০
২২৮ ৯৪২ ১৩.০০
২২৭ ৯৪৩ ১২.৫০
২১৬ ৯৪৪ ১০৪.০০
২২৮ ৯৪৫ ৭৫.০০
১৮৫ ৯৪৬ ৪০.৯৯
২৭১ ৯৪৭ ৪১.০০
৬১ ৯৪৮ ৪৮.০০
১৫৭ ৯৪৯ ৪০.০০
১৫৭ ও ২৩০ ৯৫০ ৫৬.০০
১৫৭ ৯৫১ ৬৮.০০
১৮০ ৬৯৩ ৫৪.০০
৩৮৮ ৭০৮ ১২.১৬
২৫৪ ৭১২ ১৮.৯৭
২৫৪ ৭১৭ ১৭.১৩
২৫৮ ৭২২ ১৬.৫০
দুধপাতিলা মৌজায় জমির পরিমান ৭০৮.৮৫

 

তফসিল

জমির পরিমানঃ ৩০১.৭৬ শতক
মৌজাঃ গোবিন্দহুদা;    থানাঃ দামুরহুদা;       জেলাঃ চুয়াডাঙ্গা;        জে,এল নং-৫৯

বিক্রেতার নাম আর এস খতিয়ান নং আর এস দাগ নং জমির পরিমান (শতক)
রাশিক জিপি হ্যাচারী লিমিটেড ১৭ ৩৬৬ ৩৬.১৬
৩৪৬ ৩৬৭ ৩৫.০০
২৬৩ ৩৬৮ ৩৫.০০
৩৬২ ৩৬৯ ৩৫.০০
৩৬২ ৩৭০ ৩৭.০০
৫৬৮ ৩৭১ ৩৩.০০
৪১৫ ৩৭২ ৩৩.০০
৩৭ ৩৭৪ ৩৭.০০
২৮৩ ৩৮১ ১৩.৬০
২৮৩ ৩৮৩ ৭.০০
              গোবিন্দহুদা মৌজায় মোট জমির পরিমান ৩০১.৭৬

 

তফসিল

জমির পরিমানঃ ৪৬.৬৬ শতক
মৌজাঃ মোক্তারপুর;    থানাঃ দামুরহুদা;       জেলাঃ চুয়াডাঙ্গা;        জে,এল নং-৩৩

বিক্রেতার নাম আর এস খতিয়ান নং আর এস দাগ নং জমির পরিমান (শতক)
রাশিক জিপি হ্যাচারী লিমিটেড ৯৬ ৩৭৬ ১০.৮২
৯৬ ৩৭৭ ১১.২৫
২৯ ৩৯৮ ২৪.৫৯
               মোক্তারপুর মৌজায় মোট জমির পরিমান ৪৬.৬৬

দি লিগ্যাল সার্কেল
হাই টাওয়ার (১০ম তলা), ৯ মহাখালী বাণিজ্যিক এলাকা,
ঢাকা-১২১২, বাংলাদেশ।
মোবাইল নংঃ +৮৮০১৭ ০৯৬৩৩ ১৯৩

This post has already been read 24 times!

Check Also

পাবনায় দুটি ভেজাল বালাইনাশক কোম্পানিতে দুই লক্ষ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি : পাবনার বিসিক শিল্পনগরীতে যৌথ অভিযান চালিয়ে নকল সার ও বালাইনাশক উৎপাদনের অভিযোগে …