সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বৈশ্বিক সম্পৃক্ততায় প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষণা কার্যক্রম বর্তমানে কৃষির টেকসই ও গ্রামীণ উন্নয়নের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে।
ল্যাঙ্কাং-মেকং অঞ্চল একটি কৌশলগত উন্নয়ন ও সহযোগিতার করিডোর হিসেবে পরিচিত। আজকের এই কর্মশালার মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কীভাবে শিক্ষা, প্রযুক্তি, যুবসমাজের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে অর্থবহভাবে সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে। এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ-কর্মশালা নয়, বরং এটি একটি জ্ঞান ও বৈশ্বিক সহযোগিতার সেতুবন্ধন।
বুধবার (৯ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ “ল্যাঙ্কাং -মেকং কর্মশালা” এবং শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এসব কথা বলেন। পরে “ ল্যাঙ্কাং -মেকং কর্মশালা” ও “বেল্ট অ্যান্ড রোড স্কিলস ট্রেনিং সেন্টার” উদ্বোধন করেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাসসহ অন্যান্য অতিথিরা।
সিকৃবির কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ্ আলমগীরের সঞ্চালনায় এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মাসুদ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী, সিকৃবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী।
আন্তর্জাতিক প্রতিনিধি দল থেকে অতিথি ছিলেন চীনের আলিবাবা ইন্টারন্যাশনালের পরিচালক প্রফেসর ইন ঝিপিং, চীনের তাওবাও এডুকেশনের প্রশিক্ষক জ্যাকি শেন, চীনের দেহং ভকেশনাল কলেজের স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড টুরিজম বিভাগের ডিন প্রফেসর ওয়াং হং ইয়ান এবং একই প্রতিষ্ঠানের ভাইস-ডিন প্রফেসর মেই চুন ইয়ান। এছাড়া মালয়শিয়ার জিটিএক্স এশিয়ার সিইও লি কুয়ান পেং এবং সিওও ব্র্যান্ডন ট্যান এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
১ম দিনের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক তথ্য বিনিময় করেন। আগামীকাল ১০ জুলাই থেকে শুরু হবে মূল কর্মশালা। তাওবাও এডুকেশনের প্রশিক্ষক জ্যাকি শেনের পরিচালনায়, ডিজিটাল মার্কেটিং ও স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণ, লাইভ স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিশেষ করে টিকটক কিভাবে কৃষি বাজার ব্যবস্থায় ভূমিকা রাখতে পারে এসকল বিষয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণটি গ্রহণ করবে।