নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ৮৮ মিলিমিটার বা তার বেশি মাত্রার অতিভারি বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ (বুধবার) সকালে অধিদপ্তরের পরিচালক মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে প্রচুর আর্দ্রতা প্রবাহিত হচ্ছে, যার ফলে প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে করে উল্লেখিত বিভাগগুলোতে ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে, যা অতিভারি বর্ষণ হিসেবে ধরা হয়।
এই অতিভারি বর্ষণের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বসতিগুলো প্রবল বর্ষণের সময় মারাত্মক ঝুঁকিতে পড়ে এবং প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া অতিভারি বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নগর এলাকায় বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিতে পারে। গত বছরগুলোতে দেখা গেছে, কিছু এলাকায় অল্প বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে, যার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এবার অতিবৃষ্টির পূর্বাভাসে সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে পরিস্থিতি বিবেচনায় সাবধানে চলাফেরা করার আহ্বান জানিয়েছে। পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা বাস করছেন, তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। নগর কর্তৃপক্ষকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে ও জরুরি সহায়তার জন্য প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রতিবছর বর্ষাকালে দেশের বিভিন্ন অঞ্চলে এমন দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হলেও টেকসই নগর ব্যবস্থাপনার ঘাটতির কারণে জনভোগান্তি কমছে না। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জরুরি পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।