
নিজস্ব প্রতিবেদক : পোলট্রি, ফিশ ও ক্যাটল ফিড প্রস্তুতকারী দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘আমান ফিড’ সম্প্রতি তাদের ব্র্যান্ড বিভাগের নেতৃত্বে নতুন মাত্রা যোগ করতে সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) পদে মো. আমির হোসেনকে নিয়োগ দিয়েছে। মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাসম্পন্ন মো. আমির হোসেন এখন থেকে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড উন্নয়ন, বাজার বিশ্লেষণ ও প্রচারণা কৌশল নির্ধারণে যুক্ত থাকবেন।
মো. আমির হোসেন কর্পোরেট ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে, আবুল খায়ের গ্রুপে। এরপর আনোয়ার গ্রুপ, নিটল টাটা, যমুনা গ্রুপ এবং আহসান গ্রুপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগের বিভিন্ন পদে কাজ করেন।
তিনি দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ব্র্যান্ড ফর বিজনেস গ্রোথ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও কোর্টাস ট্রাস্ট বাংলাদেশ থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করেছেন, যা তাকে কার্যকর ও সময়োপযোগী মার্কেটিং কৌশল বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম করে।
‘আমান ফিড’ আশা করছে, তার সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞতা ও বাজার বাস্তবতা সম্পর্কে ধারণা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড উন্নয়নে সহায়ক হবে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে টেকসই ব্র্যান্ড গড়ে তোলায় প্রতিষ্ঠানটি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তাতে এই নিয়োগ একটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন দায়িত্ব নিয়ে মো. আমির হোসেনও প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণ, ভোক্তা সম্পৃক্ততা ও ব্র্যান্ড পরিচিতি জোরদারে কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী বলে জানিয়েছেন।