Wednesday , August 13 2025

বাফিটার নতুন সভাপতি সুধীর চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাণিজ (পোলট্রি, ডেইরি ও মৎস্য) খাদ্য খাতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক এই সংগঠন বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুধীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ অ্যান্ড কে ফিড প্রোডাক্টস-এর মো. গিয়াস উদ্দিন খান।

চয়ন পদ্ধতিতে গঠিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মো. ফারুক (মেসার্স ফয়সাল ট্রেডিং কোম্পানি) এবং ভাইস প্রেসিডেন্ট পদে মো. জাহিরুল ইসলাম (মদিনা ট্রেডিং করপোরেশন) ও মো. আনোয়ারুল হক (পি অ্যান্ড পি ট্রেডিং) নির্বাচিত হয়েছেন । এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আলতাফ হোসেন বিশ্বাস (মেসার্স বিটিসি ট্রেডিং) এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. খুরশেদ আলম (তাজ রেডি ফিড) কে নির্বাচিত করা হয়েছে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. খুরশেদ আলম (তাজ রেডি ফিড)।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আমিনুল হক মোল্লা (এনাম ট্রেডার্স), সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ আকরাম (আকরাম বি ব্রাদার্স) এবং প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ মনসুর মিয়া (বোগদাদ পিলেট ফিড) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জয়ন্ত কুমার দেব (ন্যাচার কেয়ার), মো. রাশেদুল জাকির (আর.আর. এগ্রো ট্রেডার্স), মো. সেলিম রেজা হীরন (প্রোগ্রেস এগ্রোভেট), আব্দুল্লাহ আল আজিম (উইজম্যান গাইডেন্স লিমিটেড) এবং শাহ মোহাম্মদ সাগির (তারেক এন্টারপ্রাইজ)।

প্রাক্তন কর্মকর্তা হিসেবে এক্স-অফিসিও সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এ. এম. আমিনুল ইসলাম ভূঁইয়া (ইসলাম এন্টারপ্রাইজ) এবং মো. হেলাল উদ্দিন (হেলাল এন্টারপ্রাইজ)।

সুধীর চৌধুরী দীর্ঘদিন ধরেই ফিড খাতের মৌলিক কাঁচামাল আমদানি ও বাজার ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে জড়িত। অন্যদিকে মো. গিয়াস উদ্দিন খান ফিড পণ্য উৎপাদন, সরবরাহ ও নীতি সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের নেতৃত্বে বাফিটা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পে কাঙ্ক্ষিত গতি আনবে বলেই মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

ফিড ইন্ডাস্ট্রির কাঁচামাল—যেমন সয়াবিন মিল, ভুট্টা, প্রাণিজ প্রোটিন, মিনারেল, এনজাইম ও ভিটামিন—এর মান, সরবরাহ এবং বৈশ্বিক বাজারে দামের ওঠানামা ফিড ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলে। এ অবস্থায় সংগঠনের নতুন কমিটি আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ, কাস্টমস ও পোর্ট বিষয়ক জটিলতা নিরসন এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে বলে জানা গেছে।

বাফিটা গত এক দশকে দেশে ফিড খাতের অবকাঠামো ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এবারের কমিটিতে অভিজ্ঞতা, দক্ষতা ও নতুন ভাবনার সমন্বয় থাকায় সংগঠনটি আগামীর দিনগুলোতে আরও কার্যকর ও সংগঠিত হবে—এমনটাই প্রত্যাশা শিল্প সংশ্লিষ্টদের।

This post has already been read 5887 times!

Check Also

WPSA-BB নির্বাচনে কে কোন পদে লড়ছেন!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পোল্ট্রি বিজ্ঞান চর্চা, গবেষণা ও শিল্পের সংযোগে অগ্রণী সংগঠন হিসেবে পরিচিত …