Wednesday , August 13 2025

বাকৃবিতে রোভার স্কাউটের দুই দিনব্যাপী দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ডে-ক্যাম্প ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সহচর স্তরের ১১ জন রোভার এবারের অনুষ্ঠানে দীক্ষা লাভ করেন।

শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় রোভার স্কাউট ক্লাবে আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং একটি রঙিন ফল উৎসব আয়োজন করা হয়।

দীক্ষা কার্যক্রমের প্রথম দিন বৃহস্পতিবার (২৬ জুন) রোভারদের আত্মশুদ্ধিকরণের অংশ হিসেবে ‘ভিজিল’ আয়োজন করা হয়। এতে রোভার স্কাউট লিডার এবং বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দীক্ষা গ্রহণে গ্রুপ রোভার স্কাউট লিডার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সভাপতিত্বে রোভার স্কাউট লিডার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের প্রধান সহযোগী অধ্যাপক ড. শায়লা শারমিন, কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন স্তরের রোভার বৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন রোভারদের উদ্দেশ্যে ড. মো. জহিরুল আলম বলেন, “আজকের দিনটি তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। যারা রোভার স্কাউটে যুক্ত হয়েছে, তারা জীবনের দরজা খুলেছে। স্কাউটিংয়ের আইন ও প্রতিজ্ঞা তোমাদের জীবনে দৃঢ়ভাবে ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, আমাদের স্কাউটিংয়ে আউটডোর কার্যক্রম বেশি করতে হয়। আশা করি রোভার স্কাউটিংয়ের আন্দোলনকে তোমারা এগিয়ে নিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তোমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে উজ্জ্বল করবে।

This post has already been read 992 times!

Check Also

প্রাণিসেবা সহজ করতে এলো বাকৃবি অধ্যাপকের অ্যাপ ‘ডিজিটাল খামারি’

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষিভিত্তিক এক উর্বর দেশ, যেখানে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন কেবল জীবিকা নয়, …