Wednesday , September 17 2025

পাবনায় দুটি ভেজাল বালাইনাশক কোম্পানিতে দুই লক্ষ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি : পাবনার বিসিক শিল্পনগরীতে যৌথ অভিযান চালিয়ে নকল সার ও বালাইনাশক উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগে ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় পরিচালিত অভিযানে একাধিক অনিয়ম ও ভেজাল সার উৎপাদনের সত্যতা পাওয়া যায়। জনৈক মিরাজুল ইসলাম একটি কারখানা ভাড়া নিয়ে সেটিকে চারপাশে তালাবদ্ধ করে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে আসছিলেন। অভিযানে দেখা যায়, তিনি বিভিন্ন কীটনাশকের প্যাকেট সংগ্রহ করে তা নতুনভাবে প্যাকেটজাত করছিলেন এবং বালুর সঙ্গে রং মিশিয়ে দানাদার কীটনাশক ও নকল সার বাজারজাত করছিলেন

এছাড়া, অনুমোদন ছাড়াই বোরন ও জিপসামের মতো বিভিন্ন সার প্রক্রিয়াজাত করছিলেন তিনি। অভিযোগের সত্যতা ও অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়।

এর আগে, একই এলাকায় অবস্থিত “লাইন এগ্রো কেয়ার লিমিটেড” নামক অপর একটি প্রতিষ্ঠানকেও ভেজাল কীটনাশক উৎপাদনের দায়ে সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটি নকল AP নম্বর ব্যবহার করে কৃষিপণ্য বাজারজাত করছিল বলে অভিযোগ উঠে। অভিযানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা পৈলান কুমার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি মুচলেকা দিয়ে ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করে এবং ১ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকিতে প্রতিষ্ঠানটির সিলগালা অবমুক্ত করা হয়।

এদিনের অভিযানে মোট দুইটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, কৃষি ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

This post has already been read 26236 times!

Check Also

কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে আলু ক্রয় করা হবে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, …