Saturday , August 2 2025

ব্রিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: সোমবার (১৬ জুন) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘ইনভেশন ইন রিসাইক্লিং অর্গানিক ওয়েস্ট ফর লো-কস্ট এন্ড লেবার ইফিসিয়েন্ট সয়েল ইমপ্রুভমেন্ট ইন সাউথ এশিয়া’’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। কর্মশালায় সম্মানীত অতিথি ছিলেন যুক্তরাজ্যের এবারডিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের প্রফেসর পিট স্মিথ (Professor Pete Smith) এবং প্রফেসর জো স্মিথ (Professor Jo Smith)। স্বাগত বক্তব্য রাখেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উম্মে আমিনুন নাহার।

ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।

This post has already been read 7872 times!

Check Also

বরিশালের জন্য উপযোগী বিনার জাত নিয়ে কর্মশালা

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল, ঝালকাঠি ও বরগুনার জন্য উপযোগী বিনা উদ্ভাবিত জাত সম্প্রসারণ এবং …