Sunday , July 20 2025

বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশাল মেট্টোপলিটন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বন্যাসহিষ্ণু আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার (০২ জুন) নগরীর খামারবাড়িতে কর্মসূচি উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মোসাম্মৎ মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

মেট্টোপলিটন কৃষি অফিস আয়োজিত এই অনুষ্ঠানে ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, মেট্টোপলিটন কৃষি অফিসার জয়ন্তি এদবর, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগে দক্ষিণাঞ্চলে বর্ষায় কিংবা জোয়ারের পানিতে ধানগাছ ১০-১২ দিন ডুবে থাকলে ফসল হতো না। তবে বন্যাসহিষ্ণু জাত উদ্ভাবনের পর এই সমস্যা আর নেই। তাই এ ধরনের জাত কৃষকের মাঝে ছড়িয়ে দিলে বরিশাল অঞ্চলে ধানের উৎপাদন বাড়বে।

 মেট্টোপলিটন কৃষি অফিসার বলেন, তার উপজেলায় ২ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির প্রত্যেককে ৫ কেজি হারে ব্রি ধান৫১ এবং ব্রি ধান৫২’র বীজ এবং রাসায়নিক সার হিসেবে ১০ কেজি করে ডিএপি ও এমওপি বিনামুল্যে বিতরণ করা হয়।

This post has already been read 31501 times!

Check Also

ফসফরাস মানচিত্রায়নে গাজীপুরে ব্রি’র কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: আজ মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘স্পেইশ্ল্ …