Sunday , July 20 2025

আহকাব নতুন কমিটির সভাপতি সায়েম উল হক, মহাসচিব আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক: এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে নবনির্বাচিত সদস্যদের মধ্য থেকে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।

রবিবার (১ জুন) সন্ধ্যায় ঘোষিত দায়িত্ব বণ্টনে সভাপতি হিসেবে নোভিভো হেলথকেয়ার লিমিটেড-এর চেয়ারম্যান সায়েম উল হক এবং মহাসচিব হিসেবে সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড-এর পরিচালক মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ আর এম তাইবুর রহমান এবং অপর দুই সদস্য ডা. মো. তারেক হোসেন ও আবদুল গফরান।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি – ডা. এসএমএফবি আবদুস সবুর (এফটিডিসি ট্রেড অ্যান্ড কনসালটেশন), যুগ্ম মহাসচিব – মোহাম্মদ সরোয়ার জাহান (সেইফ বায়ো প্রোডাক্টস লি.), কোষাধ্যক্ষ – ডা. মো. মোজাম্মেল হক খান (এমএইচকে অ্যাগ্রো), সাংগঠনিক সম্পাদক – ডা. মোহাম্মদ রাশেদুল জাকির (আর আর অ্যাগ্রো ট্রেডার্স)।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: তারেক মাহমুদ খান (বেঙ্গল অ্যাগ্রোভেট লি.), মো. মোসলেহ উদ্দিন (প্ল্যানেট ফার্মা লি.), মোহাম্মদ খোরশেদ আলম (ওরিয়েন্টাল ফার্মা অ্যাগ্রোভেটস লি.), মো. মাহবুব হাসান (এভোন পোলট্রি), মো. তাসলিম খান (রেডিয়েন্স এনিমেল হেলথ), ডা. খন্দকার রাকিবুল ইসলাম (হুভার্স অ্যাগ্রোভেট লি.), ডা. খন্দকার মোহাম্মদ মাহমুদ হোসেন (অ্যারেনা অ্যাগ্রো), মোহাম্মদ ফয়জুর রহমান (অ্যাভান্স এশিয়া), এবং মোহাম্মদ তারিক সরকার (গ্রোটেক এনিমেল হেলথ)।

উল্লেখ্য, গত শনিবার (৩১ মে) আহকাব সদস্যদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ জয় লাভ করেন ডা. সায়েম উল হকের নেতৃত্বাধীন ‘আহকাব আলফা’ প্যানেল।

প্রাণিস্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব উদ্দীপনার সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, নতুন কার্যনির্বাহী পরিষদের হাত ধরে আহকাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

This post has already been read 4544 times!

Check Also

আমান ফিড -এর ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করতে নিয়োগ পেলেন মো. আমির হোসেন!

নিজস্ব প্রতিবেদক : পোলট্রি, ফিশ ও ক্যাটল ফিড প্রস্তুতকারী দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘আমান ফিড’ …