Saturday , July 19 2025

বাকৃবিতে রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাশরীফ আল আসিফ-উন-নূর সভাপতি এবং পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাফি আল মাহবুব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ।

বুধবার (২৮ মে) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য ১৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সদ্য প্রাক্তন সভাপতি হিসেবে রয়েছেন আফরিনা রওশন দিপ্তী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরীন তাবাসসুম শিম্মী চৌধুরী এবং আসিফ মাহমুদ। যুগ্ম সম্পাদক হয়েছেন নিরুপা পাল এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন তনু ঘোষ।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- ক্লাব সেবা পরিচালক আশরাফুল আলম সাকিব, সমাজসেবা পরিচালক সাদমান সালিম তাসিন, পেশা উন্নয়ন সেবা পরিচালক ভক্তি রাণী রায়, আন্তর্জাতিক সেবা পরিচালক সানজিদা আক্তার অনন্ত, অর্থ সেবা পরিচালক ফারিয়া ইসলাম তাজরি এবং প্রকাশনা সম্পাদক নানজিব নওয়ার ছোঁয়া।

এছাড়াও চিফ সার্জেন্ট-এট-আর্মস হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজামুল কাওসার। সহকারী সার্জেন্ট-এট-আর্মস হয়েছেন জনি মজুমদার এবং মেহেরুন্নেসা নুর।

This post has already been read 487 times!

Check Also

বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই শহীদদের স্মরণে  ‘জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা BAUDS Intra …