Wednesday , July 16 2025

ফরিদপুরে তেলফসলের চাষীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে তেলফসলের চাষীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) নগরীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি হলরুমে ২০২৪-২০২৫ অর্থ বছরে তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা বীজ প্রত্যায়ন অফিসার, মো. জাহীদুল আলম; ফরিদপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক, মোহাম্মদ বিন-ইয়ামিন; ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রকিবুল ইসলাম।

প্রধান অতিথি মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন- আমার দেশের কৃষক হলো কৃষির মেরুদন্ড। দেশে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তেলজাতীয় ফসলের উৎপাদন বেড়েছে। মানুষের কাছে দিনে দিনে সরিষা এবং সূযমুখী ভোজ্যতেলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। শস্যবিন্যাসে তেলফসল অন্তর্ভূক্তিকরণ করা দরকার। এর মাধ্যমে শস্যনিবিড়তা বৃদ্ধি পাবে। একইভাবে ভোজ্যতেলের যোগানও বাড়বে আশানুরুপ। এই জন্য কৃষক, কর্মকর্তাসহ সবাইকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।

স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক, মো. রইচ উদ্দিন।

পুরুস্কার প্রাপ্ত ১ম চাষী মধুখালীর আপেল মাহমুদ; ২য় ফরিদপুর সদরের রুবিয়া বেগম; তৃতীয় হয়েছেন ৩ জন তারা হলেন ভাঙ্গার মো.সাহিদ মিয়া, ফরিদপুর সদরের মনিরুজ্জামান, মধুখালীর সরোয়ার ফকির।

অনুষ্ঠানে ফরিদপুর জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক মিলে ১৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

This post has already been read 878 times!

Check Also

ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা সোমবার (১৪ জুলাই) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর …