পাবনা সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যলয়, পাবনার আয়োজনে “Smart Agricultural Extension at Farmer’s Fingertips: Fast, Easy & Impactful Information Sharing” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা’র এ এস এম কামাল উদ্দিন মেমোরিয়ার হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, বর্তমানে কৃষক প্রযুক্তির মাধ্যমে হাতের নাগালে সহজে ও দ্রুত কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। এর ফলে তারা সহজে উপকৃত হচ্ছে এবং সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। কৃষির আধুনিক প্রযুক্তিগুলো যেন সহজে কৃষকের কাছে পৌঁছাতে পারে সেজন্য কৃষি মন্ত্রণালয়ের সকল সংস্থাকে এক হয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।
দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. মতলুবর রহমান, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। কৃষিবিদ মো. খালেদীন আনাম, সহকারী তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, পাবনা এর সঞ্চালনায় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ড. কুয়াশা মাহমুদ, পরিচালক(গবেষণা), বিএসআরআই, ঈশ্বরদী, পাবনা ও ড. মো. মাজহারুল আনোয়ার, পরিচালক, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মো. আব্দুল্লাহ-হিল-কাফি, মূখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএসআরআই, বারি, ব্রি, বিনা, বীজ প্রত্যয়ণ এজেন্সী, বিএমডিএ, বিএডিসি, কৃষি বিপনন অধিদপ্তর, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, বারটান, তুলা উন্নয়ন বোর্ড, এআইসিসি কৃষক-কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এআইএস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার ১৪৩১ বঙ্গাব্দে ৫০০ এর অধিক কৃষিকথার গ্রাহক সংগ্রহ ও কৃষি তথ্য বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কৃষি তথ্য সার্ভিস, পাবনা অঞ্চলে কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা; কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা কৃষি অফিসার, আদমদিঘী, বগুড়া; কৃষিবিদ মো. সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, আটঘরিয়া, পাবনা; কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার, চাটমোহর, পাবনা এবং কৃষিবিদ রাফসিয়া জাহান, উপজেলা কৃষি অফিসার, জয়পুরহাট সদর, জয়পুরহাট কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।