Monday , July 14 2025

রাজশাহীতে কৃষি প্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. এমদাদুল হক (রাজশাহী) : কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তারে কৃষি তথ্য সার্ভিস (AIS) এর উদ্যোগে রাজশাহীতে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী অঞ্চলের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) প্রতিনিধিদের অংশগ্রহণে ২৫ ও ২৬ মে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। তিনি বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য কৃষি প্রযুক্তিকে কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া। কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে সারাদেশে এখন পর্যন্ত ৪৯৯টি এআইসিসি স্থাপন করা হয়েছে।” তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান তাদের নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং কৃষি বিষয়ক যেকোনো সমস্যার দ্রুত সমাধানে ১৬১২৩ নম্বরে কল করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর সহকারী পরিচালক (অনুষ্ঠান) এসএম নাদিম সুলতান, যিনি কৃষি সচেতনতায় গণমাধ্যম বিশেষ করে বাংলাদেশ বেতারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বেতার থেকে নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, যা কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে।

প্রশিক্ষণে ই-কৃষি দৈনন্দিন কৃষি সমস্যা ও সমাধান’, ‘কৃষি তথ্য প্রযুক্তির ব্যবহার’সহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও সেশন পরিচালনা করা হয়। প্রশিক্ষণার্থীরা প্রাণবন্ত পরিবেশে অংশগ্রহণ করেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

এআইসিসি প্রতিনিধিরা ভবিষ্যতে আরও প্রশিক্ষণের আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, যাতে অন্যান্য সদস্যরাও দক্ষতা বৃদ্ধির সুযোগ পান।

This post has already been read 747 times!

Check Also

বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে সোমবার (৩০ …