নিজস্ব প্রতিবেদক: এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদস্যদের সরাসারি অংশগ্রহণে দীর্ঘ কয়েক বছর পর এই নির্বাচন আয়োজিত হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে দুই প্রধান প্যানেলের মধ্যে প্রচারণা তুঙ্গে, যা এই নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও দুটি স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। আলোচনার কেন্দ্রে রয়েছে সায়েম উল হক এর নেতৃত্বে ‘আহকাব আলফা টীম’ এবং ডা. মো. কামরুজ্জামান -এর নেতৃত্বাধীন অপর প্যানেল। উভয় পক্ষই আহকাবকে একটি কার্যকর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সংগঠনে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করছেন।
’অগ্রগামী চিন্তা, প্রমাণিত নেতৃত্বে’ স্লোগান নিয়ে আলফা টীমের প্রার্থীগণ হচ্ছেন- সায়েম উল হক (৩৩০), মো. আনোয়ার হোসেন (০৬৯), ডা. এস.এম.এফ.বি আবদুস সবুর (০৭৯), তাকের মাহমুদ খান (১৪৩), মো. মোসলেহ উদ্দিন (১৪৯), মোহাম্মদ সরোয়ার জাহান (২৮০), মোহাম্মদ খোরশেদ আলম (৩১৪), মোহাম্মদ রাশেদুল জাকির (৩১৫), মো. মাহাবুব হাসান (৩৩১), মো. তসলিম খান (৪১০), খন্দকার রকিবুল ইসলাম (৪১৩), ডা. খন্দকার মুহাম্মদ মাহমুদ হাসান (৪২৩), মোহাম্মদ ফয়জুর রহমান (২৫৫), ডা. মো. মোজাম্মেল হক খান (৫২৫) এবং মোহাম্মদ তারেক সরকার (৫৪৩)।
আলফা প্যানেলের পক্ষ থেকে প্রকাশিত নির্বাচনী ইশতেহারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবসা পরিবেশ বজায় রাখা, সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ, সদস্যদের জন্য হেল্প ডেস্ক ও আইনি সহায়তা, ডিজিটালাইজেশন, সদস্য নবায়ন প্রক্রিয়ায় অটোমেশন, প্রাণিসম্পদ আইন সংশোধনে সদস্য পরামর্শ গ্রহণ, জিএমপি ও রেডিওঅ্যাকটিভিটি টেস্টিং সুবিধা চালু এবং রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অপরদিকে, ডা. মো. কামরুজ্জামানের নেতৃত্বে গঠিত প্যানেলে রয়েছেন মো. কামরুজ্জামান (১০৭), মো. মাহবুবুর রহমান (৩৪৬), ইয়াহিয়া সোহেল (০৭৭), এস. এম. জসিম উদ্দিন (১৬৫), ডা. মুহাম্মদ তাফাজ্জল হোসেন (৪০২), জিএম রাবিউল আলম (৪৬৭), একে.এম. মাজহারুল ইসলাম সোহেল (৪৮৭) এবং মো. কামরুজ্জামান বুলবুল (৯৭৬)। তারা সকল সদস্যের স্বার্থরক্ষা, ব্যবসায়িক পরিবেশ তৈরি ও বজায় রাখা এবং অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে গতিশীল করার অঙ্গীকার করেছেন।
এছাড়া নির্বাচনে দুটি স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন—ডা. মো. তাজুল ইসলাম সরকার (২৯৫) এবং ডা. এইচ এম নাজমুল হক (৫৩৭)। তারা নিরপেক্ষ ও গণমুখী নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলে (লেভেল-১৪) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে ভোটের প্রস্তুতি চলছে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশে ফিরে এসেছে উৎসবমুখরতা।