Monday , August 18 2025

লালপুরে বালাইনাশক বিক্রয় নির্দেশনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

শিমুল আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি : ‘সতর্ক ব্যবহার, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য ঝুকি হ্রাস, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বালাইনাশক বিক্রয় নির্দেশনা বিষয়ক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল, এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মেহেদী জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, এছাড়া অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৩ শতাধিক খুচরা ও পাইকারি বালাইনাশক বিক্রেতাদের বালাইনাশক ব্যবসায় সচেতনতামূলক প্রয়োজনীয় আইন কানুন বিষয়ে নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

This post has already been read 3054 times!

Check Also

পাবনার বনগ্রাম বাজারে অতিরিক্ত মূল্য ও অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা

পাবনা সংবাদদাতা: পেঁয়াজের অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে পাবনার সবচেয়ে বড় বনগ্রাম বাজারে সোমবার (১২ আগস্ট) …