নিজস্ব প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার আগ্রাসি প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের রোপণ, উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের রোপণ ও এর উৎপাদন বনজ ও ঔষধি গাছের বিকাশে বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে এটি দেশের দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের জন্য হুমকি স্বরূপ। এছাড়া, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামীতেও ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ, উৎপাদন ও বিক্রয় কার্যক্রম পরিবেশগত দিক থেকে পরিহার করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব তুমার কুমার পাল বলেন, “ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ দ্রুত বেড়ে উঠলেও এটি পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তাই জাতীয় স্বার্থে এর উৎপাদন ও রোপণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্তের পর, সরকারি-বেসরকারি খাতে পরিবেশবান্ধব ও দেশীয় প্রজাতির গাছের চাষাবাদ উৎসাহিত করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।