ফরিদপুর সংবাদদাতা: মাদারীপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাগন প্রকল্পের আওতায় ফরিদপুর অঞ্চলের শতাধিক কৃষি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বিকাল ৪ টায় মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাগন প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, মো.সাইফুল আলম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের প্রয়োজন সেই লক্ষ্যে কোন পতিত জমি রাখা যাবে না প্রতিটি জমি চাষের আওতায় আনতে হবে। প্রতিটি বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাগনের মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা একসাথে পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। লক্ষ্য পূরণে আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, গোপালগঞ্জের উপপরিচালক, আ. কাদের সরদার এবং ডিএই মাদারিপুরের উপপরিচালক, ড. সন্তোষ চন্দ্র চন্দ।
অনুষ্ঠানে প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন (ইফনাপ) প্রকল্প পরিচালক, ড. আকরাম হোসেন চৌধুরী। কী-নোট উপস্থাপন করেন কম্পোনেন্ট ডিরেক্টর, (উপসচিব) ড. মো. রাজু আহমেদ।
অনুষ্ঠানে জেলা এবং উপজেলা পর্যায়ে প্রকল্পের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে প্রদর্শণ করা হয়।