হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ (১২ মে) অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস ২০২৫”, যেখানে অংশগ্রহণ করেন ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত পার্টনার প্রকল্পের পিএফএস সদস্যসহ শতাধিক কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আকতারুজ্জামান। তিনি বলেন, “খোরপোশ কৃষিকে পিছনে ফেলে কৃষিকে একটি লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তরের জন্য পার্টনার প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো: মশিউর রহমান।
সভায় বক্তারা উত্তম কৃষি চর্চা, কৃষকের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিকে টেকসই ও লাভজনক পেশায় রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পার্টনার প্রকল্পের আওতায় পিএফএস (Farmer Field School) সদস্যদের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন-পিএফএস কৃষক-কৃষাণী, পিএফএস সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
উল্লেখ্য, “পার্টনার” প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদেরকে আরও দক্ষ, সচেতন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, যাতে তারা কৃষিকে জীবিকানির্ভরতার বাইরে এনে একটি পেশাগত বাণিজ্যে রূপান্তর করতে পারে।