Wednesday , August 20 2025

হবিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত : খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষির পথে অগ্রসর হওয়ার প্রত্যয়

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ (১২ মে) অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস ২০২৫”, যেখানে অংশগ্রহণ করেন ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত পার্টনার প্রকল্পের পিএফএস সদস্যসহ শতাধিক কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আকতারুজ্জামান। তিনি বলেন, “খোরপোশ কৃষিকে পিছনে ফেলে কৃষিকে একটি লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তরের জন্য পার্টনার প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো: মশিউর রহমান।

সভায় বক্তারা উত্তম কৃষি চর্চা, কৃষকের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিকে টেকসই ও লাভজনক পেশায় রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পার্টনার প্রকল্পের আওতায় পিএফএস (Farmer Field School) সদস্যদের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন-পিএফএস কৃষক-কৃষাণী, পিএফএস সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

উল্লেখ্য, “পার্টনার” প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদেরকে আরও দক্ষ, সচেতন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, যাতে তারা কৃষিকে জীবিকানির্ভরতার বাইরে এনে একটি পেশাগত বাণিজ্যে রূপান্তর করতে পারে।

This post has already been read 1287 times!

Check Also

তালতলীতে এসএসিপি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিভনেস প্রজেক্ট এর আওতায় উচ্চমূল্যের …