Tuesday , May 13 2025

আহকাব নির্বাচনে আলফা টিমের ইশতেহার ও প্রতিশ্রুতি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন আহকাব (AHCAB) নির্বাচন ২০২৫-২০২৭ মেয়াদকে সামনে রেখে আহকাব আলফা টিম তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। “অগ্রগামী চিন্তা, প্রমাণিত নেতৃত্ব” এই মূলমন্ত্রকে ধারণ করে দলটি সদস্যদের স্বার্থে ঐক্যবদ্ধ ও দক্ষ নেতৃত্ব প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

বর্তমান কার্যনির্বাহী কমিটি হিসেবে ২০২৩-২০২৫ মেয়াদে তাদের কার্যক্রমের বিবরণ তুলে ধরে তারা জানিয়েছে, সহযোগিতা, স্বচ্ছতা এবং সেক্টরের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তারা কাজ করেছে। পূর্ববর্তী কমিটির সঙ্গে যৌথ সভার মাধ্যমে কাজের ধারাবাহিকতা বজায় রাখা, FIAB, BAFIITA, DGDA, DLS, MOFL, CVASU, SAU, BAU সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, এবং Bangladesh Trade Facilitation Project (BTF)-এর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়েছে। এ চুক্তির আওতায় ঢাকা ও চট্টগ্রামে HS Code ও NOC বিষয়ক প্রশিক্ষণ, সদস্যদের সমস্যা চিহ্নিতকরণ, এবং DLS অনলাইন e-Trade পোর্টাল চালু করে লাইসেন্স নবায়ন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক পরীক্ষার বাতিল, নতুন ড্রাগস ও কসমেটিক আইন ২০২৩-এর আলোকে ফিড সাপ্লিমেন্ট DGDA-এর পরিবর্তে DLS-এর অধীনে রাখার বিষয়ে কার্যকর ভূমিকা পালন, এবং CUSTOMS ও NBR-এর জটিলতা সমাধানে সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের উল্লেখযোগ্য সাফল্য। সফলভাবে আয়োজন করা হয়েছে প্রথম AHCAB Family Night এবং ৫ম প্রদর্শনী। আগামী ৬ষ্ঠ প্রদর্শনীর ৬০ শতাংশ স্টল ইতোমধ্যে বিক্রয় সম্পন্ন হয়েছে।

নতুন মেয়াদে নির্বাচিত হলে আহকাব আলফা টিম বেশ কিছু চলমান উদ্যোগ সম্পন্ন এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। এর মধ্যে রয়েছে ভেটেরিনারি ড্রাগস অর্ডিন্যান্স চূড়ান্তকরণ, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ হালনাগাদ, আমদানি নীতিতে অপ্রয়োজনীয় পরীক্ষা বাতিল, DGDA-তে আহকাবের প্রতিনিধি অন্তর্ভুক্তি নিশ্চিত করা, রিসোর্স ডেটাবেস ও গবেষণা সেল চালু, Help Desk গঠন, Executive Lounge স্থাপন, বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সাব-কমিটি গঠন এবং সদস্যদের আচরণবিধি প্রণয়ন।

এই লক্ষ্য বাস্তবায়নে আহকাব আলফা টিম মনোনয়ন দিয়েছে ১৫ জন প্রার্থীকে। তারা হলেন: সায়েম উল হক (ভোটার নং ৩৩০), মোঃ আনোয়ার হোসেন (০৬৯), ডাঃ এসএমএফবি আবদুস সবুর (০৭৯), তারেক মাহমুদ খান (১৪৩), মোঃ মোসলেহ উদ্দিন (১৪৯), মোহাম্মদ সরোয়ার জাহান (২৮০), মোহাম্মদ খোরশেদ আলম (৩১৪), মোহাম্মদ রাশেদুল জাকির (৩১৫), মোঃ মাহাবুব হাসান (৩৩১), মোঃ তসলিম খান (৪১০), খন্দকার রকিবুল ইসলাম (৪১৩), ডাঃ খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন (৪২৩), মোহাম্মদ ফয়জুর রহমান (৫২২), ডাঃ মোঃ মোজাম্মেল হক খান (৫২৫) এবং মোহাম্মদ তারেক সরকার (৫৪৩)।

নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মে ২০২৫, শনিবার। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আহকাব আলফা টিম প্রত্যাশা করছে, সদস্যদের সমর্থন ও ভোটে তারা আবার দায়িত্ব পাওয়ার সুযোগ পাবে এবং আগামীর সেক্টর উন্নয়নে নতুন পথ রচনায় ভূমিকা রাখতে পারবে।

This post has already been read 72 times!

Check Also

বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ : প্রাণিস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব ভেটেরিনারি দিবস। …